ওমানে শ্রমিকদের সুবিধার্থে নতুন একটি আইন জারী করতে যাচ্ছে দেশটির সরকার। এতে একজন শ্রমিক তার পছন্দমত কাজ বেছে নিতে পারবেন। সেইসাথে, তিনি ঘন্টা অথবা দিন হিসেবেও মালিকের সাথে চুক্তি করে কাজ করতে পারবেন।
এমনকি সাপ্তাহিক চুক্তিও করতে পারবেন একজন শ্রমিক। যেমনটি ইউরোপের মত উন্নত দেশে করা হয়ে থাকে। জাপান থেকে ফখরুল ইসলাম নামে বাংলাদেশি সাংবাদিক আমাদের জানান, জাপানে একজন শ্রমিকের বেতন মিনিট এমনকি সেকেন্ড পর্যন্ত হিসেব করা হয়।
অর্থাৎ একজন শ্রমিক যত সময় কাজ করবেন, তাকে সেই পরিমাণ পাওনাই পরিশোধ করতে হবে। এতে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার সুযোগ থাকেনা।
ওমানের শ্রম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বর্তমানে বেসরকারি শ্রম নিয়োগের খরচ কমাতে একটি নতুন ব্যবস্থা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। বেসরকারি খাতের কোম্পানিগুলোর জন্য প্রবিধান চূড়ান্ত করার প্রক্রিয়াধীন রয়েছে।
এক্ষেত্রে চুক্তি ভিত্তিতে শ্রমিক নিয়োগের বিধান করা হবে – ঘন্টায়, দৈনিক বা মাসিক – যেকোনো সময় চুক্তি শেষ করার ব্যবস্থাও থাকবে। এই নতুন ব্যবস্থার প্রথম পর্যায়টি নির্দিষ্ট গোষ্ঠীগুলোর ক্ষেত্রে শুরু হবে, যেখানে কাজের ধরন এবং ঘন্টা বেছে নেওয়া যেতে পারে।
এতে গৃহকর্মীদেরও অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ, একজন গৃহকর্মী চাইলে একাধিক বাসায় কাজ করতে পারবেন। এতে মাস শেষে মোটা অংকের অর্থ কামাই করতে পারবেন শ্রমিকরা।
এদিকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে প্রায় ১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ওমান। এক বিবৃতিতে দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে ওমানের বিভিন্ন প্রদেশ থেকে ৬৬ হাজার ৪৯৬টি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
মন্ত্রণালয়ের তথ্য মতে, পরিদর্শন দল আইন লঙ্ঘনের জন্য ১৭ হাজার ৮০১ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে এবং ২৭ হাজার ৯৫৪ জন পলাতক শ্রমিককে আটক করেছে। তবে, এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে, তা যানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post