ঈদের দিন ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ওমানে ৫ বাংলাদেশি প্রবাসী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সোহারের সিনাজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রিমন নামে এক প্রবাসী আমাদের জানান, ঈদের দিন রাতে বন্ধুরা মিলে সাগরে ঘুরতে যাচ্ছিলেন। ছোট একটি গাড়িতে ৬ জন প্রবাসী ছিলেন এবং অতিরিক্ত গতি ছিলো গাড়ির। হঠাত সামনে রাউন্ডবোর্ড চলে আসলে তারা খেয়াল করেনি।
ফলে, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাউন্ডবোর্ড থেকে ছিটকে রাস্তার বাহিরে পরে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। বাকিদের হাঁসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজনের নাম বেলাল বলে জানাগেছে। তিনি ওমানে টেইলারিং পেশায় কাজ করতেন। তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। গুরুতর আহত অবস্থায় আছেন গাড়ির চালক ইব্রাহিম। তাকে প্রথমে সিনাজের স্থানীয় হাঁসপাতালে আনা হলেও অবস্থা গুরুতর হওয়ায় আজ সকালে সোহার হাঁসপাতালে নেওয়া হয়েছে। ইবরাহিমের দেশের বাড়িও কসবাতে। বাকিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। বিস্তারিত অনুসন্ধানে কাজ করছি আমরা।
প্রত্যক্ষদর্শী রিমন আমাদের আরো জানান, ইবরাহিম ওমানে তাবুকের কাজ কন্ট্রাক্ট নিয়ে করতো। তার নিজের গাড়ি রয়েছে। ঈদের দিনে বন্ধুদের নিয়ে সাগরে ঘুরতে যাচ্ছিলেন। তিনি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। কিন্তু অসতর্কতার কারণে সামনে রাউন্ডবোর্ড আসলেও তারা দেখতে পাননি। ফলে মুহূর্তেই গাড়ি উল্টে রাস্তা থেকে ছিটকে বাহিরে পরে যায়।
প্রবাস টাইমের হাতে আশা দুর্ঘটনার কবলে পড়া গাড়ির নাম্বার প্লেট নাম্বার হচ্ছে 667320H। বর্তমানে সোহারের একটি মর্গে তাদের মরদেহ রাখা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঈদের আনন্দের পরিবর্তে শোঁকের ছায়া নেমে এসেছে ৬ জনের পরিবারে। এ ব্যাপারে প্রবাস টাইমের পক্ষথেকে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে ওমানে এখন ঈদের ছুটি থাকায় দূতাবাস থেকে এ ব্যাপারে কোনো তথ্য মেলেনি।
https://www.youtube.com/watch?v=oyKiLT-S6a4
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post