মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আশঙ্কাজনকহারে বাড়ছে ডিজিটাল প্রতারণা। বিশেষ করে ইন্টারনেট ও প্রযুক্তির মাধ্যমে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিসহ সাধারণ মানুষ। এ অবস্থায় ইন্টারনেট ও মোবাইল ব্যবহারে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
সাম্প্রতিক প্রতারণার অধিকাংশই প্রযুক্তিনির্ভর। ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে প্রতারকরা নানা কৌশলে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। এতে নিঃস্ব হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। কখনও ব্যাংকের ডাটা আপডেট করতে কল আসছে। কখনও আবার বড় অঙ্কের লটারির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য। এসব প্রতারণার ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। বিশেষকরে ঈদের পূর্বে বিভিন্ন উপহার জেতার প্রলোভন দিয়ে ফিশিং লিংক ছড়ানো হয়, যেসব লিংকে ক্লিক করে সাইবার আক্রমণের শিকার হন প্রবাসীরা। এক্ষেত্রে অনেক সচেতন মানুষও বিভ্রান্তিতে পড়েন। অনেক সচেতন মানুষও এসব লিংকে ক্লিক করে তাদের মোবাইলের গোপনীয়তা হারিয়েছেন।
দেশে থাকা পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের জন্য প্রবাসীরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন স্যোশাল মিডিয়া অ্যাপ ইমো। আর এই ইমো অ্যাপ হ্যাক করে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, মূলত ঈদ এবং বিভিন্ন উৎসবের পূর্ব মুহূর্তে সাইবার অপরাধীরা মাথা চাড়া দিয়ে উঠে। আর তাই লোভনীয় কোন পুরস্কার দেবার কথা বলে মোবাইলে মোবাইলে ফিশিং লিঙ্ক ছড়ানো হয়। কৌতুহলবশত এমন লিঙ্কে ক্লিক করলেই ঘটতে পারে নানা রকম বিপত্তি। প্রবাসীদের এসব সাইবার অপরাধীদের থেকে নিজেকে রক্ষা করতে অপরিচিত কোনো লিংকে ক্লিক না করতে পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য: