ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে ওমানের সব ঈদগাহ মাঠ। মাস্কাটের আল আমরাত ঈদগাহ ময়দানে কয়েক হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা করেছে সিটি করপোরেশন। এছাড়াও বৌশারে অবস্থিত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ, রুই কাবুস মসজিদ সহ মাস্কাটের অধিকাংশ মসজিদে আদায় হবে ঈদুল ফিতরের নামাজ।
ওমানের ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এবছর মাস্কাটে ঈদের জামাত শুরু হবে সকাল ৬-২৫ মিনিট থেকে। সালালাহ ৬-৪৯ মিনিট, ইবরি ৬-৩৩ মিনিট, নেজুয়া ৬-২৯ মিনিট, কাসাব ৬-৩১ মিনিট, আল বুরাইমি ৬-৩৪ মিনিট, সোহার ৬-৩১ মিনিট, রুস্তাক ৬-২৯ মিনিট, সুর ৬-২২ মিনিট, ইবরা ৬-২৫ মিনিট এবং হাইমাতে ৬-৩৭ মিনিটে অনুষ্ঠিত হবে।
এছাড়াও স্থানীয় সকল মসজিদে ঈদের আগের দিন এশার জামাতের পূর্ব মুহূর্তে নিজ নিজ মসজিদে জামাতের সময়সূচী ঘোষণা করা হবে। প্রধান ঈদ জামাত ঘিরে নিরাপত্তার বন্দোবস্তও সারা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তার আয়োজন পর্যবেক্ষণ করে আশ্বস্ত করেছেন।
মহামারির কারণে আগের বছর গুলোতে ঈদের তেমন আমেজ লক্ষ করা যায়নি। তবে, এবছর কোনো বিধিনিষেধ না থাকায় প্রবাসীরা মন খুলে ঈদের আমেজ উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রবাসীদের গাড়িতে বন্ধুবান্ধব নিয়ে ঘুরার আইন শিথিল করায় খুশির আমেজ বইছে প্রবাসীদের মাঝে।
মাস্কাট থেকে একাধিক প্রবাসী আমাদের জানিয়েছে, পূর্বে নিজের গাড়িতে ইচ্ছে করলেও বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে পারতাম না জরিমানার ভয়ে। কিন্তু এখন ওমান সরকারের এমন সিদ্ধান্তে আমরা দারুণ খুশি। ঈদে বন্ধুবান্ধব একসাথে ঘুরা নিয়ে অনেক চিন্তায় থাকলেও এখন থেকে আর সেই চিন্তা নাই।
পরিবার ছেঁড়ে দূর প্রবাসে বন্ধুরাই সব। তাই এবছর ঈদ বেশ ভালো ভাবেই উদযাপন করতে পারবো। এজন্য ওমান সরকারকে ধন্যবাদ দিয়েছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post