এখন থেকে অনুমোদন ছাড়াই বিদেশি নাগরিকদের বিয়ে করতে পারবে ওমানের নাগরিকরা। এছাড়া সরকারি চাকরি না করার উদ্দেশ্যে ওমানি নাগরিকদেরও বিয়ে করতে পারবে প্রবাসীরা।
১৬ এপ্রিল এমন একটি ডিক্রি জারী করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। রাজকীয় ডিক্রিতে বিদেশিদের সাথে ওমানি নাগরিকদের বিবাহ সংক্রান্ত দেশটির আইনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন।
পূর্বে একজন ওমানি বিদেশি কাউকে বিয়ে করতে হলে মন্ত্রণালয় থেকে অনুমোদনের প্রয়োজন হত। কিন্তু বর্তমানে আর সেই অনুমোদনের প্রয়োজন নেই।
একজন ওমানি চাইলেই প্রবাসী বা অন্য দেশের কাউকে বিয়ে করতে পারবেন। তবে, সেক্ষেত্রে ওমানের আইন এবং ধর্মীয় নীতি লঙ্ঘন হয় এমন কিছু করা যাবেনা বলে নতুন এই আইনে বলা হয়েছে।
১৬ এপ্রিল টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়। নতুন রাজকীয় ডিক্রি নম্বর ২৩/২০২৩ জারির মাধ্যমে আগের রাজকীয় ডিক্রি নম্বর ৫৮/৯৩ বাতিল করেন সুলতান।
এদিকে, বিদেশীদের বিবাহ করা নিয়ে সুলতানের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওমানের জনগণ। ১৮ এপ্রিল টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ওমানের আইনজীবী সালাহ আল মাকবালির মতে, বিদেশিদের সঙ্গে ওমানীদের বিয়ে সংক্রান্ত নতুন রাজকীয় ডিক্রিতে বিয়ের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে।
মাকবালি বলেন, এটা একটা ভালো সিদ্ধান্ত। আমি বুঝতে পারছি না কেন একজন ব্যক্তি তার পছন্দের কাউকে বিয়ে করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাইবেন? এই ওমানি আইনজীবী আরও বলেন, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশীদের সাথে ওমানীদের বিবাহ নিয়ন্ত্রণের বিধান জারি করার ক্ষমতা পেয়েছিলেন। এখন এর প্রয়োজন নেই।
আরেক আইনজীবী জসিম আল-বালুশি বলেন, বিদেশিদের বিয়ে করতে ইচ্ছুক যে কেউ এখন তা করতে পারবেন, যদি তাদের চুক্তি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নথিভুক্ত হয় এবং চুক্তিটি ইসলামী আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
আল দাখিলিয়ার নিজওয়ার এলাকার নাসর আল-বুসাইদি বিশ্বাস করেন যে, নতুন রাজকীয় ডিক্রি বর্তমানে আটকে পড়া অনেকের জন্য বিবাহ প্রক্রিয়াকে সহজতর করবে।
উদাহরণস্বরূপ, ভারত, পাকিস্তান এবং ফিলিপাইনের মতো এশিয়ান মেয়েদের অনেক যুবক-যুবতী তাদের পিতামাতার বিবাহ নিবন্ধিত না হওয়ায় বিবাহের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
একইসাথে বিপুল পরিমাণ অর্থ দেনমহর দিয়ে বিয়ে করার সামর্থ্য না থাকায় যারা এতদিন বিয়ে করতে পারেনি, তারা এখন খুব সহজেই বিয়ে করে পবিত্র সম্পর্ক করতে পারবে এমন মত অনেক ওমানি নাগরিকের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post