ওমানে প্রবাসীদের গাড়িতে বন্ধু বান্ধব থাকলেও আর জরিমানা করা হবেনা। এমনকি একই কোম্পানির লোক না হলেও আর জরিমানা করা হবেনা।
ওমানে প্রবাসীদের দ্বারা পরিচালিত অবৈধ ট্যাক্সি খুঁজে বের করার লক্ষ্যে সাম্প্রতিক পরিদর্শন অভিযান সম্পর্কে পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (এমটিসিআইটি) রবিবার একটি ব্যাখ্যা জারি করেছে।
মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, যারা কোনও আর্থিক সুবিধা ছাড়াই তাদের পরিচিত এবং বন্ধুদের পরিবহন করে তাদের জরিমানা করা হবে না।
গত সপ্তাহে “ওমানে নতুন আইন, প্রবাসীদের প্রতি কঠোর হচ্ছে পুলিশ” শিরোনামে সংবাদ প্রকাশ করে প্রবাস টাইম। সেখানে প্রবাসীদের গাড়িতে বন্ধু বান্ধব থাকলেও জরিমানা করা হচ্ছে এমন বিষয়টি তুলে ধরা হলে গোটা ওমানে নিউজটি ভাইরাল হয়।
সেইসাথে ওমান প্রবাসীরা এমন আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রবাস টাইমকে অনেকেই জানিয়েছেন, বন্ধু ও পরিবারের সঙ্গে ভ্রমণের সময় তাদের জরিমানা করা হয়েছে।
কেউ কেউ বলছেন, আহত বন্ধুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় তাকে ২০০ রিয়াল জরিমানা করা হয়। সেইসাথে আসন্ন ঈদে বন্ধুবান্ধব মিলে ঘুরতে যাওয়া নিয়েও দুশ্চিন্তায় পরে যান অনেক প্রবাসী। বিষয়টি গুরুত্ব সহকারে দুইদিন লিড নিউজ করে প্রবাস টাইম। অবশেষে ৫ দিনের ব্যবধানে আইনটি শিথিল করে মন্ত্রণালয়।
প্রবাসীদের গাড়িতে যাত্রী বহন প্রসঙ্গে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, শুধুমাত্র যেসকল প্রবাসী ভাড়ার উদ্দেশ্যে নিজেদের গাড়িতে যাত্রী বহন করবে, কেবল মাত্র তাদেরকেই জরিমানা করা হবে।
এছাড়া বন্ধু বান্ধব নিয়ে গাড়িতে ঘুরলে প্রবাসীদের জরিমানা করা হবেনা। মন্ত্রণালয় ব্যাখ্যায় জানায়, সম্প্রতি স্থল পরিবহন সংক্রান্ত যে পরিদর্শন অভিযান বাস্তবায়ন শুরু করেছে তার লক্ষ্য স্থল পরিবহন আইনের প্রয়োজনীয়তা নিশ্চিত করা।
বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, পরিদর্শন দলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে কেবলমাত্র স্থল পরিবহন আইনের নির্বাহী আইন লঙ্ঘনকারী চালকদের জরিমানা করতে হবে এবং এতে তাদের পরিচিত এবং বন্ধুদের পরিবহনকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবেনা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি তাদের বন্ধু বা আত্মীয়-স্বজনকে নিয়ে যাওয়ার সময় জরিমানার শিকার হন, তবে তা জারির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের সাধারণ কার্যালয়ের ভূমি পরিবহন বিভাগ বা প্রদেশের সড়ক বিভাগে পর্যালোচনার জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে উক্ত প্রবাসীর জরিমানার অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকবে।
আপনার মন্তব্য: