নিজেদের ও অন্যদের জীবন বিপন্ন করে রাস্তায় গাড়ি চালানোর দায়ে দুই চালককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। তাদের অসদাচরণের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। শনিবার (১৫ এপ্রিল) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
এক বিবৃতিতে আরওপি বলেছে, দুই চালকের জীবন ও অন্যদের জীবন বিপন্ন করে রাস্তায় বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
রয়্যাল ওমান পুলিশ সবাইকে ট্রাফিক আইন ও প্রবিধান মেনে চলতে এবং রাস্তাগুলো তার ব্যবহারকারীদের জন্য নিরাপদ করার আহ্বান জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post