এবার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দেশটির স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা ২৪ মিনিটে ওমান সাগরে এটি আঘাত হানে। এটি মাসিরাহ দ্বীপ থেকে প্রায় ৩১৯ কিলোমিটার দূরে হাইমার নিকটতম স্থানে ছিলো। যার কেন্দ্রস্থল ছিল সাগরের ২৬ কিলোমিটার গভীরে।
এদিকে, গতকাল (১২ এপ্রিল) ভূমিকম্পে কেঁপে উঠে ভারতের শিলিগুড়ি ও বিহার রাজ্য। ওই দুই রাজ্যে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়। যার রিখটার স্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ৩। তবে এখনো পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ক্ষতির বিষয় কিছু জানা যায়নি। বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। খবর ইন্ডিয়া টাইমসের।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) সূত্রমতে, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে বিহারের আরারিয়ায় কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। পাশাপাশি একই সময়ে কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও। যার মাত্রাও ছিল ৪ দশমিক ৩। শিলিগুড়ির ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ কম্পন অনুভূত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post