ওমানে অব্যাহত ভারী বর্ষণ। মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির বেশকিছু অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাষ দিয়েছে সিভিল এভিয়েশন অথোরিটি। ভারি বর্ষণের সাথে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ৩ নং আবহাওয়া সতর্ক সংকেত জারী করেছে কর্তৃপক্ষ।
এতে বলা হয়, ধোফার এবং আল উস্তা প্রদেশে সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। একইসাথে আল হাজর পর্বতমালা ও তার আশপাশের অঞ্চলে ভারী বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে থাকবে। আগামী ২৪ ঘন্টায় ২০ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বেশকিছু অঞ্চলে।
এদিকে, গতকাল ভারী বর্ষণের ফলে খাবুরা অঞ্চল প্লাবিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বেশকিছু গাড়ি পানির তীব্র স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় ওয়াদি পারাপার না হতে বলা হয়েছে। সেইসাথে বজ্রবৃষ্টির সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। অতি প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে না যাওয়া এবং শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে বলা হয়েছে। পাহাড়ি নিম্নাঞ্চল অতিক্রম না করা এবং সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার ওমানের যেসব স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে, তার মধ্যে রয়েছে, ওয়াদি বানি খারুস, আল-হাজ্জার, সানিবা, শুহ, থাক্ব, মিসফাত আল-শারকিয়িন, আল-মুসানা, আল-আলিয়া, রুস্তাক, আল-কাবিল, আল-দাফা, ইয়াকা, আল-রাজলাহ, আল-কারতি, তাইয়্যিব, আল-জাহির এবং ওয়াদী বনী গাফেরে সুনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post