স্ত্রী এবং পুত্রের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে জীবনযাপন করছেন মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রবাস ফেরত মজিবর রহমান। প্রবাস খেটে রুজির পুরো টাকা স্ত্রীর নামে পাঠানোই কাল হয়েছে তার। দেশে ফিরে কপালে জুটে স্ত্রী-পুত্রের পিটুনি।
প্রাণনাশের হুমকিতে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ ভুক্তভোগীর। সোমবার বিকালে স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইনাম সাফুল্লী গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র মজিবর রহমান বিগত ১৮ বছর যাবত সৌদি আরবে চাকরি করেন। এক কন্যা ও এক পুত্রের জনক মজিবর এর মধ্যে একাধিকবার বাড়ি এলেও স্ত্রীর টাকার চাহিদা মেটাতে ফের চলে যান কর্মস্থলে।
দীর্ঘ সময়ে প্রবাসে থেকে প্রায় কোটি টাকা পাঠান স্ত্রী সাবিনা বেগমের কাছে। দেশে ফিরে ওই টাকার হিসাব চাওয়ায় ক্ষিপ্ত হন স্ত্রী-পুত্র। কাঠের লাকড়ি দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন মজিবরকে।
মজিবর রহমান বলেন, স্ত্রী সাবিনা বেগম একাধিকবার তাকে পিটুনিসহ লাথি মেরেছেন। তারা বলছে- তোকে দেশে আসতে বলছে কে? একমাত্র পুত্র জান্নাত (১৭) আমাকে মেরে পানিতে ডুবিয়ে রাখার হুমকি দিয়েছে। প্রাণের ভয়ে নিজের গড়া পৈতৃক ভিটেয় আমি বাস করতে পারছি না। আজ এখানে কাল ওখানে পথে পথে ঘুরে বেড়াচ্ছি।
এ ঘটনায় অভিযুক্ত সাবিনা বেগমের সঙ্গে কথা বলতে এলাকায় গেলে প্রতিবেশীরা জানান, ঘরের আসবাবপত্র নিয়ে সাবিনা সোমবার সকালে পালিয়ে গেছেন।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, প্রবাসী মজিবর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য: