ওমানে সময়মত শ্রমিকদের বেতন না দিলে মালিককে জরিমানার মুখোমুখি হতে হবে। দেশটির মজুরি সুরক্ষা ব্যবস্থার (ডব্লিউপিএস) মাধ্যমে কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ সংস্থাগুলোর বিরুদ্ধে শ্রম মন্ত্রণালয় একটি জরুরি সতর্কতা জারি করেছে।
শ্রম মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, যেসব কোম্পানি মজুরি সুরক্ষা ব্যবস্থার (ডব্লিউপিএস) মাধ্যমে কর্মচারীদের বেতন হস্তান্তরে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৪ এপ্রিল) এরাবিয়ান ডেইলির এক প্রতিবেদনে একথা বলা হয়।
ওমানের রাজকীয় ডিক্রি (৩৫/২০০৩) অনুযায়ী শ্রমিকদের বেতন তাদের ব্যাংক একাউন্টে দিতে হবে এবং এটা মাসের আট তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে। কোনো প্রতিষ্ঠান বা মালিক এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে একশো জরিমানা আরোপ করার কথা বলা হয়েছে। একইসাথে কোনো কোম্পানি তার শ্রমিকের বেতন ব্যাংক একাউন্টের পরিবর্তে নগদ অথবা অন্য কোনো উপায়ে পরিশোধ করলে এটিকে আইনত অবৈধ বলা হয়েছে।
অর্থাৎ শ্রমিকের বেতন তার ব্যাংক একাউন্টের মাধ্যমেই পরিশোধ করতে হবে। কোনো কোম্পানি বা মালিক এই আইন একাধিক বার অমান্য করলে তার জরিমানা দ্বিগুণ করা হবে এমন হুশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post