এবছর ঈদুল ফিতরে টানা ৯ দিনের সরকারি ছুটি পেতে যাচ্ছে ওমানের নাগরিক ও প্রবাসীরা। রবিবার এমনই তথ্য জানিয়েছে ওমান অবজারভারের এক প্রতিবেদন। জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী এ বছর ওমানে ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল অর্থাৎ শনিবার। আর শনিবার ঈদ হলে দীর্ঘ ৯ দিনের লম্বা ছুটি কাটাতে পারবেন নাগরিক ও প্রবাসীরা।
ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির অবজারভেটরির প্রধান আবদুল ওয়াহাব আল বুসাইদি বলেন, ঈদুল ফিতরের প্রথম দিন শনিবার (২২ এপ্রিল) পড়বে, কারণ চাঁদ দেখতে হলে তার বয়স কমপক্ষে ১২ ঘণ্টা হতে হবে। ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টা ১২ মিনিটে অমাবস্যা হবে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সূর্যাস্ত হবে। সুতরাং সূর্যাস্তের সময় প্রায় নয় ঘন্টা বা তার বেশি সময় লাগবে। অর্থাৎ চাঁদ দিগন্তে অবস্থান করবে ২১ মিনিট। চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে।
সুতরাং এর অর্থ এই ২১ মিনিটের মধ্যে চাঁদ দেখা সম্ভব হবে না। এটি প্রায় অসম্ভব। কারণ হিসেবে তিনি বলেন, চাঁদ দেখতে হলে তার বয়স কমপক্ষে ১২ ঘন্টা হতে হবে। প্রাপ্ত গণনা এবং জ্যোতির্বিজ্ঞানের পরিসংখ্যানের উপর ভিত্তি করে আল বুসাইদি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না, অর্থাৎ শুক্রবার হবে রমজানের শেষ দিন। তাই ২২ এপ্রিল শনিবার হবে ঈদুল ফিতরের প্রথম দিন।
ঈদ ইসলামী ক্যালেন্ডারের সবচেয়ে প্রত্যাশিত উৎসবগুলোর মধ্যে একটি। এই দিনের আগের সপ্তাহগুলোতে বিস্তৃত প্রস্তুতি নেওয়া হয়, যার মধ্যে কেনাকাটা, বাইরে যাওয়ার পরিকল্পনা এবং কিছু মানুষের জন্য ভ্রমণ অন্তর্ভুক্ত থাকে। বেসরকারি খাতের কর্মচারী মোহাম্মদ আল ফারসি বলেন, নয় দিনের ছুটি পেলে আমরা খুশি হব। আমি শুধু চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগেই ঘোষণা করুক যাতে আমি এখন আমার বিরতির পরিকল্পনা সঠিকভাবে করতে পারি। কারণ আমি আমার পরিবারের সাথে দুবাই যাওয়ার কথা ভাবছি।
ওমান এখন সরকারী এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই একই সংখ্যক ছুটি দেয় এবং কর্মচারীরা বলছেন যে এই পদক্ষেপটি ভাল, বিশেষত ঈদের ছুটির মতো দীর্ঘ বিরতির জন্য। ঈদের দীর্ঘ বিরতি স্থানীয় পর্যটন শিল্প, বিশেষ করে সালালাহ এবং মুসান্দাম প্রদেশে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা যায়। এছাড়াও জাবাল আখদার, জাবাল শামস, সুরের কচ্ছপ কেন্দ্র সহ নানা পর্যটক স্থান রয়েছে, যেখানে চাইলে প্রবাসীরা দলবেঁধে ঘুরে আসতে পারেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post