পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বাস্থ্য সংরক্ষণের জন্য কেনাকাটার সময় ভোক্তাদের জন্য একটি গাইডলাইন জারি করেছে মাস্কাট পৌরসভা। এতে রাস্তা থেকে ফলমূল এবং শাক সবজি না কেনার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৯ মার্চ) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, মাস্কাট পৌরসভা ক্রেতাদের কেনাকাটা করার সময় খাবারের লেবেল চেক করতে বলা হয়েছে। একইসাথে প্যাকেজিং এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ পরীক্ষা করে পণ্য কিনতে বলা হয়েছে। পুষ্টিকর খাবার এবং ভালো মানের ফল ও শাকসবজি কিনতে আহ্বান জানিয়েছে।
কেনাকাটা শেষে হিমায়িত এবং ঠান্ডা খাবার গুলো ক্রেতাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দোকান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ক্যানের খাবার কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসাথে প্রয়োজনের অধিক পণ্য ক্রয় থেকে সবাইকে নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়াও জীবাণুমুক্ত খাবার নিশ্চিত করতে রান্না বা খাওয়ার আগে ফল এবং শাকসবজি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে মাস্কাট পৌরসভা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post