সিলেটে মামলা ছাড়াই প্রবাসী কামরুজ্জামানের বাড়িতে সোমবার ভোরে পুলিশ হানা দিয়েছে। অভিযোগ রয়েছে এ সময় বাড়িতে পুলিশ তল্লাশির পাশাপাশি তছনছ করে। সদর উপজেলার শিবেরবাজার বড়ফৌদ গ্রামের প্রবাসী কামরুজ্জামানের দেওয়া অভিযোগ তদন্ত করে দেখবে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজ বাহার আলী বলেছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে সোমবার দেখা করে লিখিত অভিযোগ দেন দুবাই প্রবাসী কামরুজ্জামান। অভিযোগে তিনি দাবি করেছেন, ১৮ মার্চ তিনি দেশে ফিরেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ, মামলা না থাকলেও ২৩ মার্চ ভোরে শিবের বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সাদা পোশাকে বাড়ি তছনছ করে। এ সময় তারা ঘরের আলমিরার তালা ভেঙে ফেলে। যাওয়ার সময় প্রবাসী কামরুজ্জামানের মা-বোনকে ভয়ভীতি ও হুমকি দিয়ে যায়।
কামরুজ্জামান বলেন, আমি দুবাইয়ে ব্যবসা করে দেশে রেমিট্যান্স পাঠাই। কোনো মামলা ছাড়া গভীর রাতে বাড়িতে তল্লাশির পর আমি নিরাপত্তাহীন বোধ করছি।
আপনার মন্তব্য: