দুনিয়া বিখ্যাত সব স্থাপনাসহ লাখো-কোটি মানুষের বাড়িঘরে বাতি জ্বলবে না এক ঘণ্টা। জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির প্রয়াসেই এই আলো নিভিয়ে রাখা। ‘পৃথিবীর জন্য এক ঘন্টা দাও’ এই শ্লোগানে শনিবার অর্থাৎ ২৫ মার্চ এক ঘন্টা বাতি বন্ধ রাখতে বলেছে ওমান। ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারে’র আহ্বানে এই ‘আর্থ আওয়ার’ পালিত হবে গোটা বিশ্বে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, আর্থ আওয়ারকে পরিবেশগত বিষয়গুলোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে এবছর। এর মধ্যে আছে শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অপ্রয়োজনীয় বাতি ও ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখা। জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জনগণকে সচেতন করতে এবং দূষণ ও অন্যান্য মানবসৃষ্ট সংকট থেকে পরিবেশ, জলবায়ু এবং বাস্তুসংস্থান ব্যবস্থা রক্ষার মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিংয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সংবেদনশীল করার জন্য এই ইভেন্টগুলোর পরিকল্পনা করা হয়েছে।
‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, দিনটি উপলক্ষে সিডনির অপেরা হাউস, প্যারিসের আইফেল টাওয়ার, মস্কোর রেড স্কয়ার ও ক্রেমলিন, নিউইয়র্কের আম্পায়ার স্টেট বিল্ডিং, বার্লিনের ব্রানডেনবুর্গার গেট, ইস্তাম্বুলের বসফরাস সেতু কিংবা দুবাইয়ের বুর্জ আল খলিফার মতো স্থাপনাগুলোও তাদের মনোমুগ্ধকর আলোকসজ্জা নিভিয়ে রাখবে। যুক্তরাজ্যে বাকিংহাম প্রাসাদ, হাউস অব পার্লামেন্ট, টাওয়ার ব্রিজসহ লন্ডন আই আলো কমিয়ে রাখবে এই কর্মসূচিকে সমর্থনের প্রকাশে। আর দেশটির প্রায় একে কোটি মানুষও আর্থ আওয়ার-এ অংশ নিতে নির্ধারিত এক ঘণ্টার জন্য নিভিয়ে রাখবেন বাড়িঘরের বাতি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post