মৌসুমি নিম্নচাপের ফলে ওমানে আজও অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। ইতিমধ্যেই ভারী বর্ষণের ফলে দেশটির বেশকিছু অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। বুধবার ওমান আবহাওয়া অফিসের বরাত দিয়ে টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, মাস্কাট এবং দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের কিছু অংশে তীব্র বৃষ্টিপাত অব্যাহত আছে। আজ কিছু অঞ্চলে শক্তিশালী বাতাসের সাথে বজ্রঝড়ও হতে পারে এমন পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া পূর্বাভাষে বলা হয়েছে, দক্ষিণ ও উত্তর আশ শারকিয়া, ধোফার এবং আল উস্তার কিছু অংশে সক্রিয় নিম্নগামী বাতাসের সঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়াও মাস্কাটের কিছু অংশে বজ্রঝড় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসাথে মরুভূমি এবং খোলা এলাকায় ধূলি ঝড়ের সম্ভাবনা রয়েছে।
এদিকে, মঙ্গলবার রাতে মাস্কাট থেকে আমাদের একাধিক প্রবাসী জানিয়েছেন, সন্ধ্যার দিকে হঠাত তীব্র বাতাশের সাথে ভারী বৃষ্টি হয়েছে। কিছু কিছু অংশে শিলাবৃষ্টির ও খবর পাওয়া গেছে। বৃষ্টির সময় ওয়াদি পারাপারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)। ওমানে নিম্নচাপের এই প্রভাব বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে, প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে।
মঙ্গলবার উত্তর শারকিয়া প্রদেশের সব স্কুলে ক্লাস স্থগিত করেছে শিক্ষা অধিদপ্তর। বেশ কয়েকটি এলাকায় পানি জমে যাওয়ার ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post