ওমান সরকারের আমন্ত্রণে মাস্কাট যাচ্ছেন আন্তর্জাতিক ধর্ম প্রচারক ডাক্তার জাকির নায়েক। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি ওমান যাচ্ছেন। আসন্ন রমজান মাস উপলক্ষে ওমানে ইসলাম ধর্ম প্রচারে মন্ত্রণালয়ের এমন ভিন্ন ধর্মী আয়োজন। বিশ্ব বিখ্যাত এই ইসলাম ধর্ম প্রচারক দুইদিন ওমানে অবস্থান করবেন। সেখানে তিনি ইংরেজিতে বক্তৃতা দিবেন। এতে দর্শকদের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। চাইলে প্রবাসীরাও অংশগ্রহণ করতে পারবেন। এরজন্য কোনো টিকিটের ব্যবস্থা রাখা হয়নি।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৩ মার্চ স্থানীয় সময় রাত ৯টা থেকে ১১ টা পর্যন্ত ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে মদিনাত আল ইরফান থিয়েটারে তার প্রথম বক্তৃতা অনুষ্ঠিত হবে। এদিন তিনি “বিশ্বে পবিত্র কোরআনের প্রয়োজনীয়তা” প্রসঙ্গে বক্তৃতা করবেন। দ্বিতীয়টি আগামী ২৫ মার্চ সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের গ্রেট হলে অনুষ্ঠিত হবে রাত ৯টা থেকে ১১ টা পর্যন্ত। এখানে তিনি “মহানবী (সা:) মানবতার প্রতি রহমত” এই প্রসঙ্গে বক্তৃতা করবেন।
এদিকে, ওমানে ডাক্তার জাকির নায়েকের আগমনকে কেন্দ্র করে বেশ আলোচনা চলছে প্রবাসীদের মাঝে। এতে অংশগ্রহণ করতে মুখীয়ে আছেন অসংখ্য প্রবাসী। যদিও আসন সংখ্যার ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি ওমানের ধর্ম মন্ত্রণালয়। তবে, তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, হল গুলো এতটাই বড় যে, সেখানে কয়েক হাজার দর্শক অংশগ্রহণ করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post