‘ওমানে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে প্রবাসীরা’ এই শিরোনামে গত ১৪ মার্চ প্রবাস টাইমে সংবাদ প্রকাশ করা হয়। এই সংবাদ প্রকাশের এক দিনের মাথায় অভিযান পরিচালনা করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, মাস্কাটে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে একাধিক নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে, তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
গোপন সূত্রে জানাগেছে, মাস্কাটের পর অন্যান্য প্রদেশেও অভিযান পরিচালনা করা হবে। বিশেষকরে দেহ ব্যবসা, জুয়া এবং মাদক ব্যবসায় জড়িতদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে ওমানের পুলিশ। এদিকে আজও ওমানের বিভিন্ন প্রদেশে খোঁজ নিয়ে জানাগেছে, জুয়া, মাদক এবং দেহ ব্যবসায় প্রবাসীদের একটা অংশ জড়িয়ে পড়ছে।
ওমানের ওকে সেন্টার, আল খয়ের, সিব, মাবেলা ও আল খুদ সহ বেশকিছু অঞ্চল ঘুরে দেখা গেছে, এইসব অঞ্চলে পতিতাবৃত্তিতে জড়িত রয়েছে অনেক প্রবাসী। এদের সাথে স্থানীয় কিছু ওমানি নাগরিকও জড়িত রয়েছেন। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ান নারীদের দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করছে একটি চক্র।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post