পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ৩ দালালকে গ্রেপ্তার করেছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা শেষে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর পৌরসভার উকিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে রিয়াজ হোসেন (৪০), সদর উপজেলার ভাইজোড়া এলাকার আব্দুস সালাম মাতুব্বরের ছেলে মাকসুদুর রহমান (৪৬)।
জানা যায়, পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ করেই ওই দিন অভিযান পরিচালনা শেষে ৩ জনকে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের হাতে তুলে দেয় দুদক। পরে গ্রেপ্তারকৃত ইলিয়াসকে ১০ দিন, রিয়াজ ও মাকসুদুরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখার উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, আমাদের কাছে বিভিন্ন সময়ে অভিযোগ থাকায় সত্যতা যাচাইয়ের জন্য আমাদের একটি টিম প্রেরণ করি। তাদের কাছেও দালালরা ঘুষ দাবি করে। পরে আমরা অভিযান চালিয়ে ৩ দালালকে গ্রেপ্তার করি।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, দুদকের মাধ্যমে খবর পেয়ে ৩ জনকে আমরা গ্রেপ্তার করি। যারা বিভিন্ন সময়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে অর্থিক সুবিধা গ্রহণ করে থাকেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post