ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ১৩১৮ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে নতুন আক্রান্তদের মধ্যে ৪৬৫ জন প্রবাসী এবং ৮৫৩ জন ওমানি নাগরিক। দেশটিতে আজই প্রথম প্রবাসীদের তুলনায় ওমানি আক্রান্তের সংখ্যা প্রায় দিগুণ। মোট আক্রান্ত ৩২,৩৯৪ জন, যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭,২৭৯ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন ৩জনের মৃত্যু সহ মোট মৃত্যু ১৪০ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ৮৭১ জন।
এদিকে করোনার প্রাদুর্ভাবে ইতিমধ্যেই ওমান ছাড়তে শুরু করেছেন প্রবাসীরা। গত ৪৫ দিনে ওমান ছেড়েছেন ১৫ হাজারের অধিক শুধু ভারতীয় নাগরিক, এছাড়াও অন্যান্য দেশের নাগরিক তো আছেই। ওমানের জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুসারে দেশটিতে প্রবাসী জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন কমে আসছে। পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছর মার্চ মাসে দেশটিতে প্রবাসীর সংখ্যা ছিলো ১৬ লাখ ৬২ হাজার ১১৩ জন। এপ্রিলে এসে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ৪১ জন ও মে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২২ হাজার ২৪১ জনে। শুধুমাত্র এই বছরেই দেশটিতে প্রবাসীর সংখ্যা কমেছে ৩৯ হাজার ৮৭২ জন।
গত বছর ডিসেম্বরে ওমানে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা ছিলো ৬ লাখ ৩০ হাজার ৬৮১ জন। করোনা পরিস্থিতিতে বর্তমানে দেশটিতে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৭১৩ জন। একই অবস্থা পাকিস্তান, ফিলিপাইন ও ভারতের।দেশটিতে গত বছর পাকিস্তানি প্রবাসীর সংখ্যা ছিলো দুই লাখ ৭ হাজার ২৮৮ জন। বর্তামানে দেশটিতে পাকিস্তানি প্রবাসী রয়েছেন এক লাখ ৯৭ হাজার ১৫৫ জন। ফিলিপাইন প্রবাসীর সংখ্যা ছিলো ৪৯ হাজার ৪৫৬ জন। বর্তমানে রয়েছে ৪৮ হাজার ২০ জন। ভারতীয় প্রবাসী গত বছর ছিলও ৬ লাখ ১৭ হাজার ৭৩০ জন বর্তমানে রয়েছে ৫ লাখ ৮২ হাজার ৭৬ জন।
আরও পড়ুনঃ ওমানে চার হাজার ওয়ার্ক পারমিট বাতিলের আবেদন
পর্যবেক্ষক বিশ্লেষণ অনুসারে, গত বছর ২২ ডিসেম্বরে ওমানের মোট প্রবাসী জনসংখ্যা ছিলো ১৯ লাখ ৭৪ হাজার ৫৯৮ জন, চলতি বছরে তা কমে জানুয়ারিতে ছিলো ১৯ লাখ ৪২ হাজার ৬৩২ জন, ফেব্রুয়ারিতে ১৯ লাখ ৪৪ হাজার ১৬৪ জন, মার্চ মাসে ১৯ লাখ ৪১ হাজার ৩৬৯ জন, এপ্রিলে ১৯ লাখ ২৫ হাজার ৩১৬ জন, মে মাসে ১৯ লাখ ৩ হাজার ৪৫ জন এবং জুন মাসে এসে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।
https://youtu.be/ICYwzvYZ4uE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post