ওমানে চুরি ও মাদক অপরাধে জড়িয়ে পড়ছে প্রবাসীরা। এ ছাড়াও মানবপাচার ও পতিতাবৃত্তির মত বড় ধরণের অপরাধের সাথেও প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ছে। আজও দেশটির বিভিন্ন প্রদেশ থেকে ৯ জন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগে আল দাখেলিয়া প্রদেশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এদিকে, নাখাল অঞ্চলের বেশকিছু দোকানে চুরির অভিযোগে আরো চার প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই এশিয়ান নাগরিক বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে বাহলা নামক আরেকটি অঞ্চলে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে আরো এক প্রবাসীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
এদিকে, ওমানের ওকে সেন্টার, আল খয়ের, সিব, মাবেলা ও আল খুদ সহ বেশকিছু অঞ্চলে খোঁজ নিয়ে জানাগেছে, পতিতাবৃত্তিতে জড়িত রয়েছে অনেক প্রবাসী। এদের সাথে স্থানীয় কিছু ওমানি নাগরিকও জড়িত রয়েছেন এমন তথ্য উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ান নারীদের দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। অপরদিকে, ওমানের হরমুজ প্রণালি দিয়ে ইউরোপে মানবপাচার করছে আরেকটি চক্র। দিনদিন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সাথে প্রবাসীদের একটি অংশ জড়িয়ে পড়ছে বলে ধারণা অভিবাসন বিশেষজ্ঞদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post