আরাফাত ইসলাম
পিতা >জানে আলম
মাতা >নূর জাহান সুমি
চট্টগ্রাম রাঙ্গুনিয়া ইছাখালি গ্রামের সন্তান আরাফাতের জন্ম ওমানে।
বাবা ওমানের একজন সুনামধন্য ব্যবসায়ী। তার দুই বোন সহ গোটা পরিবারই ওমানে বসবাস করেন। আরাফাতের জন্ম এবং বেড়ে উঠা দুটোই ওমানে। আর তাই আরাফাতের কাছে ওমান যেন মাতৃভূমির মতই প্রিয়। ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে মেতে থাকতেন আরাফাত।
বৌশার অলিম্পিক একাডেমির মাধ্যমে হাতেখড়ি হলেও বর্তমানে ওমানের জাতীয় অনূর্ধ্ব ১৯ দলের কোচ আদেল শফিকের তত্বাবধানে খেলছেন। তার ক্রিকেট আইডল বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা। লাল সবুজের পতাকা বুকে ধারণ করে ওমানের মাটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি দামাল ছেলে আরাফাত ইসলাম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post