ওমান থেকে আসা দর্শকরা দুবাইতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখছেন। ২০২২ সালে ১৪ দশমিক ৩৬ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক দুবাই ভ্রমণ করেছেন, যা ২০২১ সালের তুলনায় ৯৭ শতাংশ বেশি। এর মধ্যে ওমান থেকে এসেছিলেন ১৩ লাখ ১১ হাজার, যা ২০২১ সালের তুলনায় ৩৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে করে ভারতের পরে আমিরাতের জন্য দ্বিতীয় বৃহত্তম উৎস বাজার হয়ে উঠেছে ওমান। রবিবার (১২ মার্চ) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে একথা বলা হয়।
দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগের সর্বশেষ তথ্য অনুসারে, ভারত থেকে আগত দর্শনার্থীর সংখ্যা ২০২১ সালে ৯ লাখ ১০ হাজার থেকে ১০২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ লাখ ৪২ হাজারে দাঁড়িয়েছে। সৌদি আরব, যুক্তরাজ্য এবং রাশিয়ার পরে ওমান শীর্ষ পাঁচটি উৎস বাজার তৈরি করেছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে থেকে ওমানে ২০২১ সালে ২২ হাজার ৩২২ জন পর্যটকের তুলনায় ২০২২ সালে প্রায় ৬ হাজার শতাংশ বেড়ে ১৩ লাখ ৫৭ হাজার ৫৫৯ জন্যে দাঁড়িয়েছে যা সালতানাতের সবচেয়ে বড় উৎস বাজার। এরপরের অবস্থানে আছে ভারত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post