সৌদী প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে সুনামগঞ্জের তাহিরপুরে জামাল মিয়া (৩৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রোববার (১২ মার্চ) তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় কাঁঠাল গাছের ঢাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের হাছেন আলীর ছেলে জামাল মিয়া (৩৭)।
নিহতের পারিবারিক ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, উপজেলার গুটিলা গ্রামের আব্দুল আজিদের মেয়ে পারভীন বেগমের সঙ্গে পারিবারিক সম্মতিতে জালার মিয়ার বিয়ে হয় প্রায় এক যুগ পূর্বে। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে একে একে তিন সন্তান। গত কয়েকমাস ধরেই প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়ে আসছিল জামালের। এ কারণে বেশ কিছুটা মানসিক চাপে থাকতেন জামাল।
এদিকে প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে অভিমানে শনিবার বেলা ২টা থেকে ৩টার মধ্যে যে কোন এক সময় বসত বাড়ির পেছনে কাঁঠাল গাছের ঢালের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে জামাল। ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post