আজ সৌদি সময় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইনডিভিজুয়াল সেশন হয়। এরপর মসজিদ আল নববীর উদ্দেশ্যে রওনা করেন জামাল ভূঁইয়ারা। এরপর সৌদি সময় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে জাতীয় ফুটবল দল মাঠের প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।
সৌদি আরবের প্রথম বিভাগের দল ওহুদের বিপক্ষে আগামীকাল (১১ মার্চ) প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২২ মার্চ সিলেটে শুরু হতে যাওয়া তিন জাতি টুর্নামেন্ট সামনে রেখে সৌদিতে ক্যাম্প করার পাশাপাশি তারা এ ম্যাচগুলোতে অংশ নিচ্ছে। তিন জাতি ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের দুই প্রতিপক্ষ ব্রুনাই দারুস সালাম ও সিশেলস।
গত চার দিন ধরে কখনও মাঝমাঠ, কখনও আক্রমণভাগ নিয়ে কাজ করার কথা বাফুফের মাধ্যমে ভিডিও বার্তায় জানিয়েছেন কোচ ক্যাবরেরা। ওহুদ ম্যাচ সামনে রেখে শুক্রবার জানালেন, দলের বর্তমান অবস্থান দেখাই তার মূল লক্ষ্য।
বাংলাদেশের পরবর্তী প্রীতি ম্যাচ আগামী ১৫ মার্চ মালাউইয়ের সঙ্গে। এর অগে ফিফা উইন্ডোর বাইরে হলেও মালাউই এবং সৌদি ক্লাবটির সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ফিফা টায়ারে অর্ন্তভূক্ত হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post