ওমানের সুর অঞ্চলে ঘুমের ঘরে দোস্ত মোহাম্মদ (৪৫) নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানার শীলকুপ ৯ নং ওয়ার্ডের ডালাপারা গ্রামে। তারা বাবার নাম মরহুম আবুল খায়ের কেরানী। জীবিকার তাগিদে গত ২০১১ সাল থেকে ওমানে ছিলেন দোস্ত মোহাম্মাদ। ঘটনাস্থল থেকে আবুল হাশেম নামে এক প্রবাসী আমাদের জানিয়েছেন ৭ মার্চ স্থানীয় সময় রাত ৩টার দিকে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ সুর মেডিকেল হাঁসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রবাসে স্ট্রোকে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এসব মৃত্যু অনেকটাই নিয়তিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা ও নানা কারণে মানসিক চাপে হতাশায় স্ট্রোক করেন এসব প্রবাসী। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ অভিবাসন ব্যয় প্রবাসীদের মানসিক চাপ বাড়ানোর অন্যতম কারণ। ঋণ নিয়ে বিদেশে গিয়ে টাকা শোধ করার চাপের কারণে অতিরিক্ত কাজ করার প্রবণতা রয়েছে শ্রমিকদের মধ্যে।
অবৈধভাবে থাকা অনেকেই কোন কাজ করার সুযোগ না পেয়ে বেকার অবস্থায় থাকেন। মৃত প্রবাসীদের অনেকের বয়সই ৩০-৪০ বছর। এমন মৃত্যু পরিবারের কাছেও অপ্রত্যাশিত। বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে অবৈধভাবে কেউ যেন কাজের ক্ষেত্র নিশ্চিত না হয়ে বিদেশে পাড়ি না দিতে অনুরোধ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post