ওমানের আইন অমান্য করার কারণে প্রায় চারশো প্রবাসীর ভিসা আজীবনের জন্য বাতিল করা হয়ছে। ৭ মার্চ ওমানের শ্রম মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে ওমানে শ্রম আইন অমান্য করার অপরাধে ৬২৬ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৩৯১ জনের ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে ২৩০ জন স্পন্সর ছেঁড়ে ভিন্ন মালিকের অধীনে কাজ করতো। ৩১৯ জন তাদের ভিসায় উল্লেখিত পেশায় কাজ না করে ভিন্ন পেশায় কাজ করতো এবং বাকি ৭৭ জন অন্যান্য আইন লঙ্ঘন করেছে। এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে জানাগেছে সূত্রে।
এদিকে, ওমানে চুরি এবং অন্যান্য অপরাধে একাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, চুরি, ভাংচুর এবং চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মাস্কাটে ভাঙচুর ও চুরির অভিযোগে পাঁচ এশিয়ান প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতরা মাস্কাটের বেশকিছু বাণিজ্যিক সংস্থার মানি বক্স থেকে ভাঙচুর এবং বিপুল পরিমাণ অর্থ চুরি অভিযোগ রয়েছে।
এছাড়া গত বৃহস্পতিবার ধোফারে চোরাচালানের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধোফারের মিরবাতের এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোস্ট গার্ড। গ্রেফতারকৃতরা সবাই আরবের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post