মহেশপুরে আটটি সোনার বারসহ হাবিবুর রহমান (৪৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলার পুড়াপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন খালিশপুরস্থ-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেস রানা। হাবিবুর মাগুরার শালিখা থানার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
মাসুদ পারভেস রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে আটটি সোনার বার জব্দ করা হয়েছে। তিনি বাসযোগে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৭২ লাখ টাকা। বারগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post