বিয়ের কথা পাকাপাকি হয়ে যাওয়ায় দেশে এসেছিলেন এই ওমান প্রবাসী। পাঁচ দিন পর আগামী ৩ মার্চ তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা জাহেদ হোসেনের (৩০)। তার আগেই ঘাতক বাস কেড়ে নিল মোটরসাইকেল আরোহী প্রবাসীর প্রাণ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের ওসমানী নগর উপজেলায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেদ উপজেলার উসমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের ঈসমাইল আলীর (পাখি মিয়া) ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার সঙ্গে থাকা রেদোয়ান আহমদ (৩৫)।
জানা গেছে, বিকেলে সিলেট থেকে শেরপুরমুখী যাত্রীবাহী বাস উপজেলার গয়নাঘাট (গোয়ালাবাজার) নামক স্থানে এসে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী জাহেদ ও রেদোয়ান রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জাহেদের মৃত্যু হয়। মারাত্মক আহত রেদোয়ান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানা ইনচার্জ পরিমল দেব। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে হাসপাতালে পাঠানো হলে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post