২০২৩-২৪ অর্থবছরের ৮৭ বিলিয়ন ডলারের জাতীয় বাজেট পেশ করা হয়েছে মালয়েশিয়ায় পার্লামেন্টে। বাজেটে প্রবাসী শ্রমিকদের বাৎসরিক ভিসা রিনিউ খরচ কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া বিলাসবহুল পণ্যে কর বাড়ানোসহ অর্থনৈতিক মন্দা মোকাবিলায় দেয়া হয়েছে নানা প্রস্তাব।
স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার পার্লামেন্টে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হয়। বাজেটে প্রবাসী শ্রমিকদের বাৎসরিক ভিসা রিনিউ খরচ কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। বিশেষ করে কৃষি শ্রমিকদের বাৎসরিক নবনায়ন ফি কমানো হয়েছে আগের তুলনায় অর্ধেক।
ঘোষণা অনুযায়ী, এখন থেকে ভিসা নবনায়নে ৬৪০ রিঙ্গিতের পরিবর্তে দিতে হবে ৩২০ রিঙ্গিত। খরচ কমে যাওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরাও। এ অর্থবছরে দেশটির বাজেট ৮৭ বিলিয়ন ডলার। এবছর ফ্যাশন আইটেমসহ বিলাসবহুল পণ্যে কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।
শুক্রবার দেশটির জাতীয় সংসদে বাজেটের ওপর সংসদ অধিবেশনে আনোয়ার ইব্রাহিম বলেন, এই বাজেটটি অর্থনৈতিক মন্দার মধ্যে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে লড়াই করা মানুষদের সাহায্য করবে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সংকট নিরসনে ধনীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। বাজেটে ধনীদের জন্য বিলাসবহুল পণ্য এবং মূলধনের ওপর উচ্চ কর আরোপ করা হবে।
এতে দেশটির মধ্যবিত্তদের ওপর থেকে চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ই-সিগারেটের ওপরও স্বাস্থ্য পরিষেবা তহবিলের জন্য কর আরোপ হবে। বিশ্ব অর্থনীতির অস্থির পরিস্থিতি ও মূল্যস্ফীতি চ্যালেঞ্জের মধ্যে এ বাজেট মালয়েশিয়ার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post