ওমান এয়ার, সালতানাতের জাতীয় বাহক, পাইলট মাহা আল বালুশিকে প্রথম মহিলা ওমানি ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করেছে, যা ওমানের বিমান শিল্পে একটি ল্যান্ডমার্ক চিহ্নিত করেছে। সম্প্রতি মাস্কাটে ওমান এয়ারের সদর দফতরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের সময় আল বালুশি আনুষ্ঠানিকভাবে তার নতুন পদমর্যাদা দেওয়া হয়।
আল বালুশি অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজিতে ক্যাডেট প্রগ্রাম থেকে স্নাতক শেষ করেন। এরপর ২০১০ সাল থেকেই ওমান এয়ারলাইনসের সঙ্গে যুক্ত রয়েছেন। আল বালুশীই ছিলেন একমাত্র নারী, যিনি ওই সময়ে এই সময় প্রগ্রামে ভর্তি হয়েছিলেন।
তিনিই প্রথম নারী ওমানি, যিনি ২০১৩ সালে ‘প্রথম অফিসার’ পদে ভূষিত হন। ওমান এয়ারের এক বিবৃতিতে আল বালুশী বলেছেন, ‘আমার সব সময় স্বপ্ন ছিল অধিনায়ক (ক্যাপ্টেন) হওয়ার। কিন্তু এটা সহজ ছিল না। তবে আমার কাছে পরিবার থেকে শুরু করে আমার প্রশিক্ষণদল এবং এয়ারলাইনসের সবার সমর্থন ছিল।’
তিনি আরো বলেন, ‘আমি যা করতে পেরেছি তা আমি শেষ করেছি। এই দায়িত্ব পালন করা একটি সম্মানের বিষয়। আমি অন্য ওমানি নারীদেরও এই কেরিয়ার বেছে নিতে অনুপ্রাণিত করব।’ গালফ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post