পবিত্র রমজান মাস শুরুর আর মাত্র এক মাস বাকি। এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৪ ঘণ্টারও বেশি সময় রোজা অবস্থায় থাকতে হবে। ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট ওয়েবসাইটের বরাতে এ তথ্য জানিয়েছে আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস। খবরে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২৩ মার্চ রমজান শুরু হতে চলেছে। সেদিন সেহরি শেষে ফজর নামাজ হবে সকাল ৫টা ২ মিনিটে এবং ইফতার ও মাগরিবের নামাজ (সূর্যাস্ত) হবে সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে। এই হিসেবে দেশটিতে প্রথম দিন রোজা রাখতে হবে মোট ১৩ ঘণ্টা ৩৩ মিনিট।
এভাবে রমজান যত অতিবাহিত হবে, দিন ততই বড় হবে। ফলে, শেষের দিকে প্রায় ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত রোজা রাখতে হবে। কারণ হিসেবে বলা হয়, শেষ দিকে ফজরের নামাজ হবে ভোর ৪ টা ৩১ মিনিটে এবং মাগরিব হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। খালিজ টাইমস জানায়, গত বছর আমিরাতে রমজানের প্রথম দিনে রোজা রাখতে হয়েছিল ১৩ ঘণ্টা ৪৮ মিনিট এবং শেষ দিন রোজা ছিল ১৪ ঘন্টা ৩৩ মিনিট। এবছর পবিত্র রমজান মাস বসন্তের শুরুতে হওয়ায় তাপমাত্রাও কিছুটা শীতল হবে বলে আশা করা হচ্ছে।
পূর্বের বছর গুলোতে মধ্যপ্রাচ্যে কাঠফাটা তাপমাত্রায় রোজা রাখতে হলেও এ বছর কিছুটা পরিবর্তন হচ্ছে। বছর দশেক আগে ৫২ ডিগ্রি তাপমাত্রায় রোজা রাখতে হতো মধ্যপ্রাচ্যে। তবে এখন ধীরেধীরে রমজান শীত মৌসুমের দিকে চলে আসছে। ফলে শীতল আবহাওয়ায় রোজা রাখতে কষ্ট কম হবে রোজাদারদের এমনটাই মনে করছেন স্থানীয়রা।
পবিত্র রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি এই মাসের শুরু এবং শেষের দিন নির্ধারণ করে থাকেন। চলতি বছর রমজান মাসের শুরুতে আমিরাতের তাপমাত্রা ১৭ থেকে ৩৫ ডিগ্রি এবং শেষের দিকে ১৭ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে থাকবে। আবহাওয়া পরিবর্তনের কারণে রমজান মাসে ভারি বৃষ্টিপাতও হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post