ওমানে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনায় নতুন ৯০৫ জন আক্রান্ত ব্যক্তিকে সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে নতুন আক্রান্তদের মধ্যে ৫০৩ জন প্রবাসী এবং ৪০২ জন ওমানি নাগরিক। গত ২৪ ঘণ্টায় নতুন ৩ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছে ৭৭২ জন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১৩১ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫,৫৫২ জন এবং মোট আক্রান্ত ২৯,৪৭১ জন।
এদিকে ওমানের সালালাহতে করোনাভাইরাস সংক্রমণের হার দিনদিন বৃদ্ধি পাওয়ায় পুরাতন সিনেমা এলাকার বিপরীত পাশে বাঙ্গালি মার্কেট নামে পরিচিত বাজারটি লকডাউন করে দিয়েছে সালালাহ কর্তৃপক্ষ। সেইসাথে ওমানে বর্তমানে কোনো ব্যক্তি করোনা পরীক্ষা করলে তার রেসিডেন্স কার্ড/পতাকা অথবা একটি বৈধ টেলিফোন নম্বর দিতে হবে। এছাড়াও প্রবাসীরা বা ওমানিরা যারা কোন কোম্পানিতে কাজ করে তার প্রমাণ পত্র দিতে হবে। প্রমাণ পত্রে অবশ্যই পিআরও / সংস্থার প্রতিনিধি বা স্পন্সর নাম থাকতে হবে। যদি কোনো প্রবাসীর আবাসিক কার্ড না থাকে সেই ক্ষেত্রে প্রবাসীদের একটি বৈধ মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে যে,“একটি বৈধ ও সঠিক মোবাইল নম্বর প্রদান করতে হবে প্রতিটি করোনা পরীক্ষা ব্যক্তিকে। কারণ সিভিল আইডির অভাবে ফলোআপ করা সম্ভব হচ্ছেনা। ফলে দেশটিতে করোনা রোগীর সঠিক তথ্য পেতে বেগ পেতে হচ্ছে ওমান সরকারের। সরকার আগেই স্পষ্ট করেছে যে সকল প্রবাসীদের চিকিৎসা স্পন্সরদের বহন করতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো প্রবাসীর স্পন্সর না থাকলে সরকার তাকে বিনামূল্যে চিকিৎসা সরবরাহ করবে।”
আরও পড়ুনঃ ওমানে নতুন আইন
মহামারী করোনা নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। রবিবার ওমানের জনশক্তি মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন আবদুল্লাহ আল বাকরি সুপ্রিম কমিটির বৈঠকে নতুন আইন জারি করেন। ১৬৭/২০২০ কোভিড -১৯ মহামারীকে সীমাবদ্ধ করতে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের জন্য বেশকিছু জরিমানা আরোপ করেছেন।
আরও দেখুনঃ প্রবাসীদের অধিকার নিয়ে ভিপি নুরের লাইভ
https://www.youtube.com/watch?v=ICYwzvYZ4uE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post