ট্রাফিক জ্যাম এড়াতে দিনের কিছু সময় ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সংস্থাটির ডিপার্টমেন্ট অব রিলেশনস অ্যান্ড সিকিউরিটি মিডিয়া ঘোষণা করেছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে। টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়। আরওপি জানায়, ট্র্যাফিক জ্যাম এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব সড়ক বন্ধ থাকবে সেগুলো হচ্ছে, মাস্কাটের প্রধান সড়ক, দাখিলিয়া রোড (মাস্কাটথেকে বিডবিড ব্রিজ পর্যন্ত), আল বাতিনাহ হাইওয়ে (মাস্কাট থেকে শিনাসের পর্যন্ত)। রয়্যাল ওমান পুলিশ জনস্বার্থে ট্রাক চালকদের নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post