ফ্যামিলি ভিসার শর্ত শিথিল করেছে ওমান সরকার। এখন থেকে দেশটিতে কর্মরত প্রবাসীরা চাইলে খুব সহজেই তাদের পরিবার ওমানে নিতে পারবেন এমনটি জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ফ্যামিলি ভিসার জন্য আগের নিয়মে যে নুন্যতম বেতন নির্ধারিত ছিলো, তা এখন অর্ধেক কমানো হয়েছে। এতে করে আরও সহজে প্রবাসী কর্মীরা তাদের পরিবারের জন্য ভিসার আবেদন করতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করে রয়্যাল ওমান পুলিশের (আরওপি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পারিবারিক ভিসার জন্য বেতনের সীমা ৫০ শতাংশেরও বেশি কমানো হয়েছে। এখন থেকে ১৫০ রিয়ালের বেশি উপার্জনকারী প্রবাসীরা তাদের পরিবারকে ওমানে নিয়ে আসতে পারবেন। এর আগে পরিবারের সদস্যদের ভিসা পেতে প্রবাসীদের মাসে ৩৫০ রিয়াল বেতন বাধ্যবাধকতা ছিল।
তবে, এখন কেবলমাত্র ১৫০ রিয়াল বেতন হলেই একজন প্রবাসী তার পরিবারকে ওমানে নিতে পারবেন। নতুন এই আইনের ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। একাডেমিক ও অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল ওয়ার্দি বলেন, ওমানে প্রবাসীরা যা ব্যয় করবে তা অর্থনীতিকে চাঙ্গা করবে।
এদিকে, ওমানের এই আইনে দারুণ খুশি প্রবাসীরা। তারা বলছেন, পরিবার ছাড়া বেঁচে প্রবাসে থাকা খুবই কঠিন। বিপদে আপদে এমনকি অসুস্থতার সময়েও একজন প্রবাসী তার প্রিয়জনকে পাশে চায়। ওমান সরকারের এমন আইনের ফলে এখন অধিকাংশ প্রবাসী তাদের পরিবার নিয়ে ওমানে একসাথে থাকতে পারবেন। এতে মানুষিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকতে বেশ ভূমিকা রাখবে এমনটি মত দিয়েছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post