মাত্র ৪৫ সেকেন্ডের ভূকম্পনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। ভয়াবহ ভূমিকম্পে ঘর-বাড়ি হারিয়ে রাস্তায় মানবেতর জীবন পার করছে লক্ষাধিক মানুষ। গৃহহীন হয়ে পড়া সে সব মানুষের পাশে দাঁড়াতে ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠিয়েছে কাতার।
বিশ্বকাপে দর্শকদের জন্য নির্মিত ফ্যান ভিলেজ গুলো অবশেষে তুরস্ক-সিরিয়ালে দেওয়া হচ্ছে। তাদের এমন দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন কাতারের আমীর। ইতিমধ্যেই তিনি ছুটে গেছেন তুরস্কে। ঘরহারা মানুষগুলোকে মাথার ওপর একটু ছাদ দিতে, একটু থাকার জায়গা করে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০ হাজার কনটেইনার ছাড়াও পাঠানো হয়েছে তাবু। প্রতিটির সঙ্গেই আছে প্রয়োজনীয় ফার্নিচার। আছে চিকিৎসা সরঞ্জাম। এখনো যারা খোলা আকাশের নিচে জীবন যাপন করছেন, তাদের জন্য মানবতার এই নিদর্শন স্থাপন করেছে কাতার। প্রাথমিকভাবে দশ হাজার কনটেইনার পাঠানো হলেও, ধাপে ধাপে তা আরও বাড়ানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post