ওমানে প্রতারণার অভিযোগে তিন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। এদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ। তারা সবাই আরব দেশের নাগরিক। বুধবার (১৫ ফেব্রুয়ারি) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
এক প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, উত্তর আল বাতিনাহ প্রদেশে দোকান মালিকদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন দোকান মালিকদের সাথে পণ্য ক্রয়ের চুক্তি করে অর্থ প্রদানের আগেই চুক্তি শেষ করে দিতো। এমন অভিনব প্রতারণার কারণে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া চুরির মামলায় ওপর এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ। উক্ত প্রবাসী এশিয়ান নাগরিক বলে জানিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ। উক্ত প্রবাসীর বিরুদ্ধে অন্য একটি আরব দেশের নাগরিকের বাড়ি থেকে বেশ কয়েকবার চুরির অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানায় ওমান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post