একটা সময় মানুষ কাজের জন্য বিদেশ গেলেও বর্তমানে ভিক্ষা করতেও বিদেশ যাচ্ছেন কিছু মানুষ। খালিজ টাইমস জানিয়েছে, ভিক্ষা করতে ভিজিট ভিসা নিয়ে দুবাই গিয়েছিলেন এশিয়ান বংশোদ্ভূত এক নারী ও পুরুষ। অবশেষে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। দুবাইয়ের নায়েফ এলাকার মেট্রো ব্যবহারকারীদের টার্গেট করে ভিক্ষার পরিকল্পনা করেছিলেন ওই দু’জন।
পুলিশ জানিয়েছে, টহলরত পুলিশ সদস্যরা ওই দু’জনকে দেখতে পান। তখন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ বুঝতে পারে, তারা ভিজিট ভিসায় দেশটিতে প্রবেশ করেছে। পরে তারা পুলিশকে জানায়, সংযুক্ত আরব আমিরাতে একজনের সহায়তায় ভিসা সংগ্রহ করেন তারা। এরপর দুবাই এসে ভিক্ষা করে জীবনধারণের পরিকল্পনা করেন। ওই দু’জন জানান, তাদের পরিকল্পনা ছিল দেশে ফিরে এই টাকা দিয়ে ব্যবসা করা।
গ্রেফতারকৃত দুজনের কাছ থেকে যথাক্রমে ১৯১ দিরহাম ও ১৬১ দিরহাম জব্দ করা হয়। যা খুবই অল্প সময়ের মধ্যে তারা ভিক্ষা করে এই অর্থ জমিয়েছিলেন। তাদেরকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাভোগ শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। সেইসাথে এই ধরণের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post