করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির বিস্তার নিয়ন্ত্রণে ওমান সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন কোভিড-১৯ ভ্যাকসিন কান্ট্রি-রেডিনেস অ্যান্ড ডেলিভারির গ্লোবাল লিড কোঅর্ডিনেটর টেড চাইবান। চাইবান বিভিন্ন পর্যায়ে এবং সেক্টরে মহামারী থেকে পুনরুদ্ধারে ওমানের দক্ষতারও প্রশংসা করেন। তিনি এ রোগ নির্মূল এবং সব দেশে এর প্রভাব সীমিত করার লড়াইয়ে ওমানের সহযোগিতা পেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
জাতিসংঘে নিযুক্ত ওমানের স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ আওয়াধ আল হাসানকে স্বাগত জানানোর সময় চাইবান তার প্রশংসা করেন। বৈঠকে উভয় পক্ষ কোভিড-১৯ সম্পর্কিত অগ্রগতি পর্যালোচনা করে। চাইবান উল্লেখ করেন যে, বিশ্ব কোভিড -১৯ থেকে অনেক কিছু শিখেছে এবং মহামারী এবং অন্যান্য রোগ মোকাবিলায় আরও প্রস্তুত হয়েছে।
তিনি ইয়েমেন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি কম হওয়া, উন্নত এবং আরও প্রভাবিত দেশগুলোকে সহায়তা করার জন্য দেশগুলোর একে অপরের সাথে সহযোগিতার তাৎপর্যের উপর জোর দিয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ওমানে প্রায় ৩ লাখ ৯৯ হাজার ৪৪৯ টি নিশ্চিত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং প্রায় সাড়ে চার হাজার জনের মৃত্যু হয়েছে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post