ওমান সাগরে হারিয়ে যাওয়া সেই দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে ওমানের বিমান ও নৌ বাহিনী। সোমবার (১৩ ফেব্রুয়ারি) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আশ শারকিয়ার আল আশকারা থেকে গত ৮ ফেব্রুয়ারি তারা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে তাদের উদ্ধারে এগিয়ে আসে ওমানের বিমান ও নৌ বাহিনী। দুই দিন ধরে ২১টিরও বেশি নৌকা তল্লাশি অভিযানে অংশ নেয়। অনেক খোঁজাখুঁজির করে নিখোঁজের দুইদিন পর শুক্রবার সকালে উপকূল থেকে ১৮০ কিলোমিটার দূরে তাদের উদ্ধার করা হয়।
ওমানি মৎস্যজীবী সমিতির সহ-সভাপতি আহমেদ আবদুল্লাহ আল বালুশি বলেন, ‘রশিদ সেলিম আলী আল মারদি (৫৭) ও রশিদ সেলিম রশিদ আল মারদি (৩৪) আল আশখারা থেকে মাছ ধরতে বের হন গত ৮ ফেব্রুয়ারি। দুর্ভাগ্যবশত তাদের ইঞ্জিন বিকল হয়ে যায়। বাড়িতে যোগাযোগের জন্য কোনও স্যাটেলাইট ডিভাইস না থাকায় তারা জ্বালানি ছাড়াই প্রায় দুই দিন ধরে লক্ষ্যহীনভাবে যাত্রা করেছিল।
জেলেদের যাত্রা শুরুর আগে সামুদ্রিক সুরক্ষা নির্দেশাবলী অনুসরণ করার অনুরোধ জানান বালুশি। সেইসাথে সামুদ্রিক অঞ্চল সম্পর্কে ধারণা এবং সুরক্ষা সরঞ্জাম, প্রাথমিক চিকিৎসা কিট, লাইফ জ্যাকেট, ইঞ্জিন বিকল হলে একটি প্যাডেল, ফায়ারপ্রুফ কম্বল এবং নেভিগেশন ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, সমিতি এবং কৃষি, মৎস্য ও জলসম্পদ মন্ত্রণালয় জেলেদের তাদের নৌকায় ট্র্যাকিং ডিভাইস ইনস্টল করার আহ্বান জানিয়েছে, স্যাটেলাইটের সাথে সংযোগকারী থুরায়া ফোন ব্যবহার করতে এবং কোনও দুর্ভাগ্যজনক দুর্ঘটনা এড়াতে সামুদ্রিক সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে। বালুশি নিখোঁজদের সন্ধানে প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সকল বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষ এবং অ্যাসোসিয়েশনের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post