হঠাৎ করেই ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইটের ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রমজান ও ঈদ উপলক্ষে দেশে ফিরতে ইচ্ছুক মালয়েশিয়া প্রবাসীরা। এমনকি অতিরিক্ত দামে টিকিট কিনে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বহু প্রবাসী। বর্তমানে এই রুটের ভাড়া ভেঙেছে অতীতের সব রেকর্ড। বেশি ভাড়া বেড়েছে ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার রুটে। যেখানে যাওয়া-আসা মিলে পূর্বের ভাড়া ছিল ১৯শ’রিঙ্গিত অর্থাৎ ৪৮ হাজার টাকা, বর্তমানে কেবল যেতেই লাগছে ২৫শ’রিঙ্গিত অর্থাৎ প্রায় ৬৪ হাজার টাকা।
অভিযোগ রয়েছে, একটি চক্র প্রবাসীদের পকেট কেটে নিজেদের পকেট ভরছেন। ফলে দেশে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আর্থিক সংকটে পড়ছেন বহু প্রবাসী। এমতাবস্থায় অনেকে বাদ দিয়েছেন ছুটিতে দেশে ফেরার পরিকল্পনাও। এদিকে, বিমান ভাড়ায় এমন রেকর্ডে প্রভাব পড়ছে দেশের রেমিট্যান্স খাতে। প্রবাসীরা অতিরিক্ত দাম দিয়ে টিকিট কিনে দেশে ফিরছেন প্রায় শূন্য হাতে। সেইসঙ্গে মাত্রাতিরিক্ত ভাড়া বাড়ায় প্রভাব পড়ছে ট্রাভেল এজেন্সি ব্যবসা খাতেও। আগের তুলনায় টিকেট বিক্রি কমেছে এসেছে প্রায় অর্ধেক বলছেন এ খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
আকস্মিক টিকিটের ভাড়ার ঊর্ধ্বগতির প্রতিবাদ করেছে মালয়েশিয়ার প্রবাসী অধিকার পরিষদ। যাত্রা সহজ করতে দ্রুতই ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখতে উদ্যোগ নিতে এয়ারলাইন্সগুলোকে অনুরোধ প্রবাসীদের।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post