প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন এক ইউপি সদস্য। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় লক্ষ্মীপুরের রায়পুরের চালতাতুলি বাজারে প্রবাসীর ঘরে আপত্তিকর অবস্থায় পেলে ইউপি সদস্যের স্ত্রী-মেয়েসহ এলাকার জনগণ তাদের আটক করে পুলিশে দেয়।
গত ১০ বছর ধরে বাবার বাড়ির সামনে ভবন করে বসবাস করছেন ওই প্রবাসীর স্ত্রী। এদিকে, গত ৯ বছর ধরে ইউপি নির্বাচনের পর থেকেই ১০নং রায়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান খান ভুট্টুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই প্রবাসীর স্ত্রীর। ইউপি সদস্য মিজানুর রহমান প্রায়ই ওই গৃহবধূর বাসায় যাতায়াত করতেন।
এমন অসামাজিক কাজ বাদ দিয়ে ভালো কাজ করার জন্য ইউপি চেয়ারম্যান ও পরিবার থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সদস্য তা না শুনে সেদিন সকালে স্ত্রী সাজু বেগমকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন।
রায়পুর থানার ওসি (তদন্ত) হাসান জাহাঙ্গীর বলেন, তাদের দুজনকে এলাকাবাসীর হাত থেকে রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। দুপুরে তাদের দুজনকে ৩০২ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ইউপি সদস্য মিজানুর রহমানের স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে এবং সৌদি প্রবাসীর ঘরে তিনটি শিশুসন্তান রয়েছে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post