এক সপ্তাহর ব্যবধানে ফের বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান। আজ (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, ১০০ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১০০০ মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। তাৎক্ষণিক বিমানটি ঘুরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।
এদিকে, গত ২৬ জানুয়ারি বিমানের মাস্কাটগামী একটি ফ্লাইট ঢাকায় জরুরী অবতরণ করে। বিমানের বিজি ১২১ ফ্লাইট ৪১০ জন যাত্রী নিয়ে ওইদিন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের মাস্কাটের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই মাঝ আকাশে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় পাইলট ঢাকায় বিমান জরুরী অবতরণ করায়।
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে অব্যবস্থাপনা, বোর্ডিং ব্রিজ না খুলে পার্কিংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ফ্লাইটে ওভার পাওয়ার ব্যবহার করে ইঞ্জিন বিকল, উইন্ডশিল্ডে ফাটল, উড্ডয়নের সময় ইন্ডিকেটরে ত্রুটি সহ এমন অসংখ্য বিতর্কিত কর্মকাণ্ড ঘটেছে বিমানে। কিন্তু এসব অব্যবস্থাপনা বা ত্রুটি রোধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি সংস্থাটি। ফলে কিছুদিন পরপরই দুর্ঘটনার শিকার হচ্ছে বিমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post