বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিশেষ অভিযানে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড ও একজন গুরুতর অসুস্থ থাকায় মুচলেকা রেখে তাকে সাধারণ ক্ষমা করেন বিচারক।
আটক চার দালাল হলেন- বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের তরিকুল ইসলাম, পৌর শহরের সরকারি বালিকা বিদ্যালয় সড়ক এলাকার বিজন কুমার ঘোষ, পাথরঘাটা উপজেলার মাদারতলী গ্রামের জাকির হোসেন ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হদুয়া গ্রামের বাসিন্দা মিরাজ মোল্লা।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি শহীদুল ইসলাম খান মিলন জানান, ওই দালাল চক্রটি দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে পাসপোর্ট করার নামে হয়রানি করে আসছে। এরা সাধারণ মানুষকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক চার দালাল চক্রের সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিলটন চাকমা তিনজনকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। দালাল চক্রের অপর সদস্য বিজন ঘোষ অসুস্থ থাকায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post