২০৩৭ সালের মধ্যে বিশ্বের ২০তম অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ল্ড ইকোনমিক লিগের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় (ডব্লিউইএলটি) দুই ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ৩৪তম। বর্তমানে দেশের জিডিপির আকার হিসাব করা হয়েছে ৪২ হাজার ৯০০ কোটি ডলার। ২০৩৭ সালের মধ্যে আরও ১৪ ধাপ এগিয়ে যাবে দেশটি। একইসঙ্গে ১৯২টি দেশের মধ্যে ২০তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।
সংস্থাটি আরও বলছে, ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশের জিডিপির আকার ১ লাখ ৬২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে। একইসঙ্গে আগামী বছর অর্থনৈতিক মন্দার পূর্বাভাসও দিয়েছে সিইবিআর। এর আগে ২০২১ সালে ডব্লিউইএলটি তালিকায় ৩৬তম অবস্থানে ছিল বাংলাদেশ।
সংস্থাটির পূর্বাভাসে আরও বলা হয়েছে, ডব্লিউইএলটি তালিকায় বাংলাদেশের অবস্থান ধারাবাহিকভাবে উন্নতি হবে। ২০২৩ সালে ৩৫তম, ২০২৭ সালে ২৬তম, ২০৩২ সালে ২৪তম ও ২০৩৭ সালে ২০তম অর্থনীতির দেশে পরিণত হতে পারে। বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ চীন ও জাপান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post