মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে অবিশ্বাস্য দুর্নীতি জালিয়াতির ঘটনা ঘটেছে। দেশে ই-পাসপোর্ট চালুর পর এমআরপি নবায়ন বন্ধ হয়ে গেলে শুরু হয় রমরমা ঘুস বাণিজ্য। বিশেষ করে জাতীয় পরিচয়পত্রে তথ্যগত জটিলতায় যারা ই-পাসপোর্ট নিতে পারছেন না, তাদের ওপর নেমে এসেছে বড় অঙ্কের ঘুসের খড়গ।
ই-পাসপোর্ট এড়িয়ে ঘুসের বিনিময়ে তারা নবায়ন করে নিচ্ছেন পুরোনো পাসপোর্ট। এমনকি বিদেশে আত্মগোপনে থাকা প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ী ঢাকা থেকে এমআরপি নবায়ন করে আছেন বহাল-তবিয়তে। এমনই তথ্য প্রকাশ করেছে দৈনিক যুগান্তর।
যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, এমআরপি নবায়নে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে কুষ্টিয়া অফিসে। ঘুসের বিনিময়ে হাজার হাজার এমআরপি নবায়ন করে দেওয়া হয়। খবর পেয়ে বরিশাল, ভোলা, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, কিশোরগঞ্জ, রাজশাহী এবং পঞ্চগড়সহ দূর-দূরান্ত থেকে এসে কুষ্টিয়ায় ভিড় জমান অনেকে।
জানাগেছে, দেশের ৬৯টি পাসপোর্ট অফিসের মধ্যে বিশেষ কয়েকটি অফিসে ‘এমআরপি নবায়ন বাণিজ্যের প্রাদুর্ভাব’ দেখা যায়। এর মধ্যে গত ১০ মাসে কেবল কুমিল্লা অফিস থেকেই নবায়ন করা হয় ৪ হাজার ৯৩৯টি এমআরপি। দুর্নীতির অভিযোগে সম্প্রতি কুমিল্লার উপপরিচালক মো. নুরুল হুদাকে অন্যত্র বদলি করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড় ও মুন্সিগঞ্জ জেলা পাসপোর্ট অফিসেও চলছে এই বাণিজ্য।
নিষেধাজ্ঞা সত্ত্বেও এমআরপি নবায়ন প্রসঙ্গে জানতে চাইলে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক সাঈদুল ইসলাম (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) ২৮ নভেম্বর যুগান্তরকে বলেন, দেশের ভেতরে এমআরপি নবায়ন বন্ধ রাখা হয়েছে। তবে পাসপোর্টে বৈধ ভিসা থাকলে বা নিশ্চিত বিমান টিকিটধারী যাত্রী অথবা জরুরি চিকিৎসার জন্য বিদেশ গমনেচ্ছুদের বিশেষ বিবেচনায় রাখতে বলা হয়েছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস প্রধান নিজে আবেদনকারীর ব্যক্তিগত শুনানি নেবেন। যথাযথ কারণ দেখে সন্তুষ্ট হলে তিনি এমআরপি নবায়নের অনুমতি দিতে পারবেন। অন্যথায় নবায়ন হবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post