মহামারী করোনায় অস্ট্রেলিয়াতে আটকে পড়া ১৭৫ জন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন। তাদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বাণিজ্যিক বিমানের একটি ফ্লাইট অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে সোমবার (১৫ জুন) স্থানীয় সময় আনুমানিক রাত ১০টা ১৫ মিনিটের দিকে।
এই ফ্লাইটটি আটকে পরা বাংলাদেশিদের নিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফেরার দ্বিতীয় বিশেষ ফ্লাইট। এর আগে গত ৮ মে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে ১৫৭ জন আটকে পরা বাংলাদেশি যাত্রী মেলবোর্ন থেকে ঢাকায় ফেরেন।
বাংলাদেশ হাইকমিশনের ‘নিডস্ অ্যাসেসমেন্ট’ এর রেজিস্ট্রেশন অনুযায়ী এই দুটি ফ্লাইটে অস্ট্রেলিয়ায় আটকে পরা বাংলাদেশিদের বেশিরভাগ দেশে ফেরত গেলেন। শিগগিরই বেশকিছু গন্তব্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বিমান চালু হতে যাচ্ছে। ফলে অস্ট্রেলিয়া থেকে বিশেষ ফ্লাইট আয়োজনের আর কোনও প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ এমপি পাপুলকে মানবপাচারের শীর্ষ হোতা বললেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী
সোমবার বাংলাদেশ হাইকমিশন (১৫-জুন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় অস্ট্রেলিয়ায় আটকে পরা বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশন এই দুটি বিশেষ ফ্লাইটের সার্বিক ব্যবস্থা গ্রহণ করে। প্রথম ফ্লাইটের মতো দ্বিতীয় ফ্লাইটের আয়োজনে সহযোগিতা করে মেলবোর্ন ভিত্তিক মিল্টন ট্রাভেল সেন্টার।
আরও দেখুনঃ ওমানে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ কেনো?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post