তিনদিন সাগরে ভেসে অবশেষে জীবিত উদ্ধার হলেন চার ওমানি জেলে। আজ ওমানের কৃষি, মৎস্য ও পানি সম্পদ অধিদপ্তর জানায়, ওমানের সুইক থেকে নিখোঁজ হওয়া তিন ভাই সহ চার ওমানি জেলে রবিবার রাতে উদ্ধার হয়। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এবং সাথে কোন স্যাটেলাইট ডিভাইস না থাকায় তারা প্রায় তিনদিন নিরুদ্দেশভাবে সাগরে ভেসেছিল। পরিবারের সঙ্গে যোগাযোগ করারও উপায় ছিলনা তাদের।
মৎস্য অধিদপ্তরের প্রধান মোহাম্মদ আল সালেহি বলেন, ‘আদম বিন আব্দুল্লাহ আল শায়াদি, আব্দুল মজিদ বিন আব্দুল্লাহেল শায়াদি, হানি বিন আব্দুল্লাহ আল শায়াদি ও এসাম বিন আলী আল সোলি নামের ওই চার জেলে গত ১৮ নভেম্বর সুইক থেকে মাছ ধরতে যান। দুর্ভাগ্যবশত, তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। বাড়িতে যোগাযোগ করার জন্য কোন স্যাটেলাইট ডিভাইস ছিলনা। পর্যাপ্ত জ্বালানী না থাকায় তারা প্রায় তিন দিন ধরে উদ্দেশ্যহীনভাবে সাগরে ভাসছিল। অবশেষে পাশ দিয়ে যাওয়া একটি ওমানি মাছ ধরার নৌকা তাদের উদ্ধার করে এবং কর্তৃপক্ষ ও জেলেদের স্বজনদের খবর দেয়। ৫০ নটিক্যাল মাইল দূরে মুসান্নাহ অঞ্চলে তাদের পাওয়া যায়।
সাম্প্রতিক সময়ে ঘন ঘন জেলেদের নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, কিছু জেলে সামুদ্রিক নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণ করে না। কিছু জেলে এলাকা এবং নিরাপত্তা সরঞ্জামগুলি যেমন প্রাথমিক চিকিৎসা কিট, লাইফ জ্যাকেট, ইঞ্জিনের ব্যর্থতার ক্ষেত্রে একটি প্যাডেল, ফায়ারপ্রুফ কম্বল, ল্যাম্প, নেভিগেশন ডিভাইস এবং রক্ষণাবেক্ষণের জন্য সরঞ্জামগুলো পরীক্ষা না করেই গভীর সমুদ্রে যায়।
আরও পড়ুন:
সব আইন শুধু প্রবাসীদের জন্য!
মাস্কাটে ভারী বৃষ্টিপাতের পুর্বাভাষ, সবাইকে
জাতীয় দিবসের ছুটিতে ওমানে পর্যটকের আনাগোনা
টিভি, গাড়ি না কিনে টাকা জমানোর পরামর্শ
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ডলার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post