সঠিক ভিসা নিয়ে গেলে কোন দেশেই ঝামেলায় পড়তে হয় না। তাই কারো মাধ্যমে ভিসা নেওয়ার পর তা যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে ভুয়া ভিসা বিক্রি। ইতিমধ্যেই ভুয়া ভিসা বিক্রির অপরাধে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন অনেকেই। তাই ভুয়া ভিসা নিয়ে ওমানগামী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দেখে প্রতারিত হন। দালালদের চটকদার কথায় পা দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন অনেকেই। সম্প্রতি এ ধরণের প্রতারক চক্র ওমানের ভিসা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে গ্রামের খেঁটে খাওয়া মানুষের থেকে।
প্রতারণা এড়াতে বা ভুয়া ভিসার সঙ্গে জড়িত অপরাধীদের ফাঁদ এড়াতে যার মাধ্যমে ভিসা করাবেন তার জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় তথ্য সংগ্রহ করে নিজের কাছে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্ভব হলে যে কোম্পানি থেকে ভিসা দিচ্ছে, সরাসরি উক্ত কোম্পানির মালিক বা প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও ওমানগামি প্রবাসীরা চাইলে রয়্যাল ওমান পুলিশের ওয়েবসাইটে যেয়ে ই-ভিসা চেক করতে পারবেন। সরাসরি ব্যাংকের মাধ্যমে লেনদেন করা। কোনভাবেই ব্যাংকিং চ্যানেল ব্যতীত নগদ অথবা হুন্ডিতে লেনদেন না করতে বলা হয়েছে।
সর্বশেষ এইধরনের প্রতারণা এড়াতে ভিসা সংক্রান্ত ব্যাপারে অথবা বিদেশে চাকরি সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিজ্ঞাপনের ফাঁদে পা দিতে নিষেধ করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এ ধরণের প্রতারণার শিকার ভুক্তভোগীরা চাইলে প্রমাণ সহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে (+880 1797-577533) হোয়াটসঅ্যাপ করতে পারেন। প্রবাস টাইমের পক্ষথেকে আপনাকে আইনি সহায়তা দেওয়া হবে।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post