সৌদি আরবে ফ্যামিলি ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিনের মধ্যে নবায়নের তাগিদ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদফতর। নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইনে ভিসা নবায়ন বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম না মানলে গুনতে হবে জরিমানা। জানাগেছে, ইকামাধারী প্রবাসী পরিবারের সদস্যদের দুই ধরনের ভিজিট ভিসা দেয় সৌদি আরব। এর মধ্যে একটি তিন মাসের জন্য, যা প্রতি এক মাস শেষ হওয়ার সাত দিনের মধ্যে নবায়ন করতে হয়। আর তিন মাস পূর্ণ হলে ফিরতে হয় নিজ দেশে। তবে এর মধ্যে শর্ত থাকে প্রতিবার ভিসা নবায়নের জন্য অবশ্যই স্বাস্থ্যবিমা করতে হবে।
একই ধারাবাহিকতায় দ্বিতীয় এক বছরের জন্য মাল্টিপল ভিজিট ভিসা, যা প্রতি তিন মাস শেষ হওয়ার সাত দিনের মধ্যে স্বাস্থ্যবিমা সহকারে নবায়ন করতে হয়। তবে কোনো ব্যক্তি যদি তার পরিবারের সদস্যদের জন্য যথাসময়ে নবায়ন করতে ব্যর্থ হয় তবে তার জন্য অতিরিক্ত তিন দিনের সুযোগ দেয়া হয়, এ সময় পার হলে গুনতে হবে জরিমানা। ভিশন-২০৩০ বাস্তবায়নে তেল রফতানি থেকে নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে দেশটির সরকার। আর তাই দেশটির অর্থনীতিকে সমৃদ্ধ করতে পর্যটকদের আকর্ষণ করতে নতুন নতুন আইন জারী করছে। তারই ধারাবাহিকতায় এবার ভ্রমণে দেশটির ইকামাধারী প্রবাসীদের পরিবারের জন্য ভিজিট ভিসা ফি ৩০০ রিয়াল নির্ধারণ করেছে দেশটির পাসপোর্ট অধিদফতর।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post